যোগাযোগ ব্যবস্থাঃ চাঁদপুর সদর উপজেলা পরিষদ হতে মাত্র ০৮ কিলোমিটার দূরে অবস্থিত ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক হতে সি.এন.জি অটোরিক্সা দিয়ে সদর উপজেলা পরিষদের সামনের রাস্তা/ বি.টি রাস্তা হয়ে আসা যায়। ভাড়া মাত্র ৩০/= টাকা। অথবা চাঁদপুর হতে মতলব মুন্সীরহাট বাজার হয়ে কাজীর বাজার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে আসা যায়। ভাড়া মাত্র (চাঁদপুর থেকে কাজীর বাজার) ৩৫/= টাকা। অথবা চাঁদপুর নৌ-টার্মিনাল হতে নারায়ণগঞ্জগামী লঞ্চযোগে আসা যায়। তবে কানুদী লঞ্চঘাটে নেমে তারপর রিক্সাযোগে পরিষদ ভবনে আসা যায়। অত্র ইউনিয়নে ০৩ (তিনটি) লঞ্চঘাট আছে। ক্রমানুসারে (০১) সফর মালী লঞ্চঘাট, (০২) কানুদী বাজার লঞ্চঘাট, (০৩) মৌলভী বাজার লঞ্চঘাট। অত্র ইউনিয়নে প্রায় ১২ কিলোমিটার পাকারাস্তা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস