Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

গত এক বৎসর ছয় মাসে মাননীয় সংসদ সদস্য ডাঃ দিপু মনি (এমপি) মহোদয়ের ১নং বিষ্ণুপুর ইউনিয়নে উন্নয়নের চিত্র

চাঁদপুর হাইমচর তথা ১নং বিষ্ণুপুর ইউনিয়নের উন্নয়নের রুপকার, বাংলার নারী জাগরনের অগ্রদুত বেগম রোকেয়া শাখওয়াত হেসেনের প্রতিচ্ছবি, চাঁদপুর বাসীর হৃদয়ের মনি, চাঁদপুর জেলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী নেত্রী, সমুদ্র বিজয়ী কন্যা, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দিপুমনি (এমপি) মহোদয় মৈশাদীর উন্নয়নে খুবই আন্তরিক।
১. বিষ্ণুপুর জনু হাজরা বাড়ী হতে কানুদী বৌ-বাজার পর্যন্ত রাস্তা নির্মান করন।
২. ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে  কাচাঁ রাস্তা পাকা করন।
১০ . এছাড়াঃ- ইউনিয়নের বিভিন্ন রাস্তায়, বাজারে, শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসা, মসজিদ-এ সোলার লাইট ও  স্ট্রিট লাইট দেওয়ার প্রক্রিয়াধীন আছে।

মাননীয় সংসদ সদস্য ডাঃ দিপুমনি মহোদয়ের আন্তরিকতা, বুদ্ধি, পরামর্শ ও প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ১নং বিষ্ণুপুর অকল্পনীয়ভাবে অনলাইনে ডিজিটাল নাগরিক সেবা দিয়া আসিতেছে, যাহা ইশ্বনীয় অগ্রগতির বহিঃপ্রকাশ। 

অন্যান্য সেবামূলক কার্যক্রমঃ মাতৃত্ত্বকালীন ভাতা, বিজিএফ, বিজিডি, জেলে ভাতা, ১০টাকার কেজি চাল, হতদরিদ্রদের জন্য ৪০দিনের কর্মসূচি,টিআর, কাবিখা, কাবিটা সহ বিভিন্ন সেবায় ১নং বিষ্ণুপুর ইউনিয়নকে অগ্রাধীকার ভিত্তিতে অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা করিয়াছেন ।  শীতে সব মিলেয়ে প্রায় ১০০০ (একহাজার) কম্বল গরিব মেহনতি মানুষের মাঝে বিতরন করা হইয়াছে।
মাদক, বাল্যবিবাহ, ভীক্ষুক মুক্তকরন ও নারীর ক্ষমতায়নে মাননীয় সংসদ সদস্য ডাঃ দিপুমনি অগ্রনি ভূমিকা পালন করিয়া যাচেছন। এতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বিষ্ণুপুর  ইউনিয়নের ৯৫ ভাগ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। বাকী বিদ্যুৎ আয়ন অল্প কিছুদিনের মধ্যে শেষ হইবে বলিয়া আশাবাদ ব্যক্ত করিয়াছেন। অসামাপ্ত কাজগুলি সমাপ্ত করিবার জন্য এমপি মহোদয়ের হাতকে